রবিবার, ২৭ জুন, ২০২১

লাকি লুক এবং বিল্লি দ্যা কিড (ইস্যু-১)। lucky luke comics in bangla

 

লাকি লুক এবং বিল্লি দ্যা কিড (ইস্যু-১)। lucky luke comics in bangla

অ্যাসটেরিক্স এর গল্প লেখক হিসেবে গোসিনি আমাদের কাছে সুপরিচিত।  তিনি আরেকটি কমিক্সের জন্যেও বিখ্যাত আর সেটা হলো লাকি লুক। লাকি লুকের চিত্রকার হলেন মরিচ। বেলজিয়ান কার্টুনিস্ট মরিচ  ১৯৪৬ থেকে ১৯৫৫ পর্যন্ত নিজে একাই এই লাকি লুক তৈরি করতেন এর পরে ফরাসি লেখক রনে গোসিনির সাথে যুক্ত হয়ে তারা একক ভাবে কমিক্সটি প্রকাশ করতে থাকেন। লাকি লুকের কাহিনীগুলো মূলত  আমেরিকার পশ্চিমের কাউবয়দের ঘিরে । যেখানে মূল ক্যারেক্টার হিসেবে লাকি লুক কে দেখানো হয়েছে।

এই সংখ্যায় আমারা দেখতে পাবো বিল্লি দ্যা কিডের মত এক সন্ত্রাসী কে কিভাবে লাকি লুক বন্দী করে। মজার কথা হলো  এই বিল্লি দ্যা কিড কিন্তু কোন ফিকশনাল ক্যারেক্টার নয় তার অস্তিত্ব বাস্তবেও ছিলো তার সম্পর্কে জানতে billy the kid লিখে গুগলে সার্চ করতে পারেন।


পিডিএফ ডাউনলোড করুন 

DOWNLOAD


২টি মন্তব্য:

Comments

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *